চিকিৎসায় দিশা দেখাছে রেনবো হাসপাতাল

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দেশের কোন নামী প্রতিষ্ঠান বা কলকাতার কোনো সুপারস্পেশালিটি হাসপাতাল নয় নাম মাত্র খরচে ব্রেন টিউমার অপারেশন করে দেখালো উলুবেড়িয়ার রেনবো হাসপাতাল । হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর অপারেশন পর রোগী ভালো আছেন। শীঘ্র তাকে ছুটি দেওয়া হবে। জানা গেছে মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা রাকবুল সেখ (৬৩) দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারের সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসার জন্য কয়েক মাস আগে রাকবুল সেখ কে নিয়ে কলকাতা ছুটে আসেন তার পরিবারের লোকজন। অপারেশনের খরচ শুনে পিছিয়ে আসেন রাকবুল সেখ। কলকাতার এস এস কে এম হাসপাতালে সিট না পেয়ে ফাঁপরে পড়েন তারা। এরপরেই [পরিবারের লোকজন রাকবুল কে নিয়ে উলুবেড়িয়ার রেনবো হাসপাতালে ছুটে আসেন। মাত্র দুই লক্ষ টাকায় সফল ভাবে রাকবুলের অপারেশন হয়।

চিকিৎসক দীনেশ জালুকা বলেন রোগীর মাথার পিছনের দিকে টিউমার ছিল। চিকিৎসার ভাষায় ওটাকে ব্রেন টিউমার উইথ অবস্ট্রাকটিভ হাইড্রো কেফালাস। টিউমারের জন্য রোগীর মাথার যন্ত্রনা ছাড়াও হাঁটাচলা এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল।‌ প্রায় পাঁচ ঘন্টা ধরে অপারেশন চলে। চিকিৎসক দীনেশ জালুকা বলেন রেনবো হাসপাতালে নিউরো সার্জারির সব রকম পরিকাঠামো রয়েছে। যার কারনে খুব সফল ভাবে আমরা এই জটিল অপারেশন করতে পেরেছি। হাসপাতালের কর্নধার আজিজুর রহমান মোল্লা জানান আমাদের মূল লক্ষ্য রোগীর সাধ্যের মধ্যে তাকে উন্নত মানের চিকিতসা পরিষেবা দেওয়া। আর সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *