উদয়নারায়নপুরে রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- ১১তম রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি মেলার উদ্বোধন হল। মঙ্গলবার বিকালে উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে এই মেলার উদ্বোধন করেন মন্ত্রী অরূপ রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য সুলেখা পাঁজা, মানস বসু সহ অন্যান্যরা।
প্রসঙ্গত ইতিহাস প্রসিদ্ধ রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি বিজড়িত উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে পর্যটন কেন্দ্রের দুইদিকে সুদৃশ্য তোরন নির্মান ছাড়াও ওয়াচটাওয়ার নির্মান, পুকুর সংস্কার করা হয়েছে। এছাড়াও মুক্ত মঞ্চ, পেক্ষা গৃহ, ইকো পার্ক, কটেজ গড়ে তোলা হচ্ছে। আর এই পযটন কেন্দ্রকে সকলের সামনে তুলে ধরার জন্য গত কযেকবছর ধরে এখানে মেলা বসছে।মেলা কমিটি সূত্রে খবর আগামী ৩ জানুযারি পর্যন্ত মেলা চলবে।