বড়দিনে জমজমাট গড়চুমুক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪,গড়চুমুক- দিন কয়েক আগেই খুলেছে গড়চুমুক মিনি জু। আর মিনি জু খোলার পর প্রথম বড় পিকনিকের মরশুমেই জমজমাট হল চিড়িয়াখানা। বেশ জমজমাট হয়ে উঠল। মিনি জু ঘুরে দেখার পাশাপাশি এমু, ম্যাকাও, পাইথনের ইনক্লোজারের সামনে দাঁড়িয়ে সেলফি ও তুলল অনেকে। অন্যদিকে এদিন ভিড় সামলাতে জুলজিক্যাল পার্কের মূল ফটকের সামনে অস্থায়ীভাবে আরও একটি টিকিট কাউন্টার খুলতে হয়েছে। বন দফতর চিড়িয়াখানার ভিতরে একটি “উপহার সামগ্রী বিপনন কেন্দ্র ” তৈরি করেছে। সেখানে বিকিকিনি হচ্ছে। এছাড়া মহিলাদের জন্য, “চাইল্ড কেয়ার কেন্দ্র”খোলা হয়েছে। সেখানে শিশু মহিলারা একটু জিরিয়ে নিচ্ছেন।
অপরদিকে দামোদর নদীর সংযোগস্থলের কাছে নদীর পাড়ে লোকেরা জমিয়ে চড়ুইভাতি করছেন। সেখানেও প্রশাসন আঁটোসাঁটো শাসন রেখেছে। মাইকে করে বলা হচ্ছে পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করতে। প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে, এছাড়া ডিজে বাজানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে শান্তিপ্রিয় মানুষরা বেশ উপভোগ করছে গড়চুমুকে চড়ুইভাতিও।