বিশেষভাবে সক্ষম নতুন ভোটারদের জন্য উলুবেড়িয়ায় বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- প্রতিবন্ধকতাযুক্ত ব্যাক্তিদের আর্ন্তজাতিক দিবসেই উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের ৩১ জন বিশেষ চাহিদা সম্পন্ন নতুন ভোটারের নাম ভোটার তালিকায় তোলার উদ্যোগ নিল হাওড়া জেলা নির্বাচন কমিশন। রবিবার জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে কমিশনের কর্তারা উপস্থিত হয়ে আশা ভবন সেন্টারের ৩১ জন বিশেষ চাহিদা সম্পন্ন নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তুললেন।
রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচী। ১লা নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। আর সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে এদিন জেলা নির্বাচন কমিশনের উদ্যোগে উলুবেড়িয়া আশা ভবন সেন্টারে ভোটার তালিকায় বিশেষ চাহিদা সম্পন্ন নতুন ভোটারদের নাম তোলার বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়া, অতিরিক্ত জেলাশাসক আজার জিয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক, উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই সহ অন্যান্যরা।
এদিন প্রদীপ জ্বালিয়ে কেক কেটে নতুন ভোটাররা ভোটার তালিকায় নাম তোলে। এদিন জেলাশাসক নিজের হাতে বিশেষ চাহিদা সম্পন্ন নতুন ভোটারদের হতে ফর্ম তুলে দেন। এদিন জেলাশাসক জানান নির্বাচন কমিশনের মূল উদ্দ্যেশে সব ভোটারকে ভোটদানে উদ্বুদ্ধ করা। আর সেই লক্ষ্য আজ আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন নতনু ভোটারদের জন্য এই বিশেষ শিবির। তিনি জানান এইসব বিশেষ চাহিদা সম্পন্ন নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম তোলার পাশাপাশি ভোটগ্রহন কেন্দ্রে ভোটদানে যাতে তাদের কোন সমস্যা না হয় সেইদিকেও লক্ষ্য রাখা হবে।