বাগনানে দোকানে চুরি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- দোকানে চুরি করতে এসে সেই সিসিক্যামেরা বন্ধ করতেই ভুলে গেল দুস্কৃতী। তবে দোকান ছাড়ার আগে সিসিক্যামেরা বন্ধ করতে ভোলেনি দুস্কৃতী। যদিও তার আগে চুরির গোটা ঘটনা সিসিক্যামেরা বন্দী হয়েছে। যেটা দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাগনান থানার রতনমোড় এলাকায় একটি হার্ডওয়ার্সের দোকানে হানা দেয় এক দুস্কৃতী। দোকানের পিছনের লোহার গ্রীল কেটে ওই দুস্কৃতী দোকানের ভিতরে ঢোকে। পরে দোকানের ভিতরে থাকা বিভিন্ন জিনিষ ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। গোটা ঘটনার সময় দুস্কৃতী সিসিক্যামেরা বন্ধ করতে ভুলে যাওয়ায় তার সমস্ত কান্ড কারখানা সিসিক্যামেরা বন্দী হয়। শুক্রবার সকালে দোকানের মালিক দোকান খোলার পর চুরির বিষয়টি তার নজরে আসে। পরে তিনি বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থলে এসে চুরির তদন্তে নামে। ব্যাবসায়ী আলাউদ্দিন মল্লিক জানান সিসিক্যামেরায় দেখা গেছে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ ওই দুস্কৃতী মুখ ঢাকা অবস্থায় দোকানে ঢুকে জিনিসপত্র চুরি করেছে। তবে তারপর সিসিক্যামেরা বন্ধ থাকায় তার বের হওয়ার বিষয়টি জানা যায়নি। ব্যাবসায়ীর দাবি দোকানে চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য কয়েক লক্ষ টাকা।