ছট পুজোয় মাতল রাজ্যবাসী
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রবিবার ছট পুজো। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নদী ঘাটে ছট পুজো অনুষ্ঠিত হল। এদিন বিকাল থেকেই ছট পুজো উপলক্ষে পূনার্থীরা বিভিন্ন নদীঘাটে জড়ো হতে শুরু করেছিল। এদিন বিকালে উলুবেড়িয়া কালীবাড়ি ঘাটের পাশাপাশি বিবির চড়া, নেপালী ঘাট এবং বাউড়িয়ার বিভিন্ন ঘাটে ছট পুজো দেওয়ার জন্য পূর্নার্থীরা জড়ো হয়েছিলেন।
ছট পুজো উপলক্ষে এদিন নদী ঘাটগুলিতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নদীতে নৌকার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে নদী ঘাটগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছিল। উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে নদীতে নজরদারির ব্যবস্থা করা হয়েছিল। এদিন ছট পুজো উপলক্ষে পূনার্থীদের শুভেচ্ছা জানাতে বাউড়িয়ার নদী ঘাটগুলিতে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।