আমতায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- এক গৃহবধূর অস্বাভাবিক মৃ্ত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ল আমতার ছোট মহরা গ্রামে। মৃতার নাম সুপর্না কাঁড়ার (২৩)। যদিও গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ সুর্পনাকে খুন করা হয়েছে। ঘটনায় মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিশ গৃহবধূর স্বামী শৌভিক কাঁড়ারকে গ্রেপ্তার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
জানা গেছে গত বছর নভেম্বর মাসে সুপর্নার সঙ্গে শৌভিক কাঁড়ারের বিয়ে হয়। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ বিয়ের পর থেকেই শৌভিক নানা কারণে সুপর্নাকে সন্দেহ করত। স্ত্রীকে বাপের বাড়ি আসতে দিতে চাইতনা। সুপর্নার বাপের বাড়ির অভিযোগ বুধবার ভাইফোঁটা দিতে বাপের বাড়ি আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়। সুপর্না সকালে বাপের বাড়ি আসলেও বিকালে শশুরবাড়ি ফিরে যায়। অভিযোগ সুপর্না শশুরবাড়ি ফিরে যাওয়ার পর রাতে দিদির সাথে ফোন কথা বলে। যদিও এরপর তার ফোন সুইচ অফ হয়ে যায়। তারা একাধিকবার সুপর্নার ফোনে যোগাযোগের ফোন করলেও ফোন সুইচ অফ দেখায়। পরে শৌভিককে ফোন করলে সে জানায় সুপর্না ঘুমাচ্ছে। অভিযোগ বৃহস্পতিবার সকালে ও শৌভিককে ফোন করে সুপর্নার বিষয়ে জিজ্ঞাসা করলে তখনোও সে জানায় সুপর্না ঘুমাচ্ছে। যদিও বেলা ১২টা ৩০ নাগাদ শৌভিক সুপর্নার বাড়িতে ফোন করে জানায় সুপর্না আত্মঘাতী হয়েছে। এরপর তারা আমতা হাসপাতালে পৌঁছে সুপর্নার মৃতদেহ দেখতে পায়। এরপরে সুপর্নার পরিবার শৌভিকের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার রাতেই পুলিশ সৌভিককে গ্রেপ্তার করে।