বাংলার সংস্কৃতিতে অভিভূত বিদেশী তরুনীরা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজোর পর এবার ভাইফোঁটাতেও অংশ নিয়ে ভাইদের কপালে ফোঁটা দিল ফরাসী তরুনী এডিলে চেডিভিলি, লিউসি গারিয়েন ,সুইস তরুনী এলিজা এবং জেয়রি। বুধবার সকালে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে আয়োজন করা ভাইফোঁটার অনুষ্ঠানে অংশ নিয়েছিল পড়াশুনার কাজে ভারতে আসা এই ৪ বিদেশী তরুনী। বুধবার সকালে একজন বাঙালী রমনীর মত রীতিমত শাড়ি পরে হাসি মূখে ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের সুখ সমৃদ্ধি কামনা করল তারা। ভাইদের কপালে চনন্দের ফোঁটা দেওয়া থেকে মিষ্টি মুখ এমনকি ধান দুর্বা দিয়ে ভাইদের আর্শীবাদ সবকিছুই করল ৪ বিদেশী তরুনী।
বিদেশী তরুনীদের মতে ভারতীয় সংস্কৃতির এই দিকটা বাংলায় না আসলে বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছি কেন বিশ্বের মানুষ এখানে ছুটে আসে। আশা ভবন সেন্টারের হোম সুপারিটেন্ডেন্ট অরুনিমা জাষু জানান এই ৪ তরুনী বেশ কয়েকমাস ধরে আশা ভবন সেন্টারে আছে। এর আগে দুর্গা পুজোর সময় নিজেদের হাতে পুজোর যোগাড় করা থেকে সকলের সঙ্গে পুস্পাঞ্জলি দিয়েছিল ওরা। এমনকি উলুবেড়িয়ায় দুর্গা পুজোর কার্নিভালেও অংশ নিয়েছিল ওরা। এরপর আজ ভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দিল।