দীপাঞ্চলে জল প্রকল্পের কাজের সূচনা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা= আমতা বিধানসভার দীপাঞ্চল ঘোড়াবেড়িয়ায় পানীয় জল প্রকল্পের কাজের সূচনা হল। এদিন জল প্রকল্পের কাজের সূচনা করেন আমতার বিধায়ক সুকান্ত পাল। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে খবর প্রকল্পে ১৭ কিলোমিটার এলাকা জুড়ে পাইপ লাইন বসানো ছাড়াও ৩ লক্ষ লিটার জল ধারন ক্ষমতা সম্পন্ন একটি উঁচু জলাধার নির্মান করা হবে। প্রকল্পটি নির্মান করতে ব্যায় হবে প্রায় ৭ কোটি টাকা। প্রকল্পটি শেষ হলে এই এলাকার ১৭০০ পরিবার উপকৃত হবেন। এদিন জল প্রকল্পের কাজের সূচনা করে বিধায়ক সুকান্ত পাল জানান এই প্রকল্প নিয়ে দীপাঞ্চল এলাকায় ৪টি জল প্রকল্প হচ্ছে। এর আগে চিৎনান, উত্তর ভাটোরা এবং দক্ষিন ভাটোরায় জল প্রকল্পের কাজ শেষ হয়েছে।