খালনায় লক্ষ্মী পুজোর কার্নিভাল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ২৪, জয়পুর- দুর্গা পুজোর পর সদ্য কলকাতার পাশাপাশি জেলায় জেলায় শেষ হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। আর এবার সেই ধারা বজায় রেখে আমতা বিধানসভার জয়পুরের খালনায় এলাকার একাধিন নামী লক্ষ্মী পুজো কমিটিগুলিকে নিয়ে কার্নিভালঅনুষ্ঠিত হল। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত চলা এই কার্নিভালে ১৯টি পুজো কমিটি যোগ দিয়েছিল। এদিন গোড়ামোষ থেকে এই কার্নিভালের শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় খালনা গ্রাম পঞ্চায়েতের কাছে। প্রায় দু কিলোমিটার এই রাস্তা দুধারে উপস্থিত ছিলেন প্রচুর দর্শক। অন্যান্যদের সঙ্গে কার্নিরভালে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। বছর ৫ ধরে শুরু হয়েছে এই কার্নিভাল।
রাজ্যের মধ্যে খালনার লক্ষ্মী পুজো বিখ্যাত। লোকমুখে এই গ্রাম লক্ষ্মী গ্রাম হিসাবে পরিচিত। লক্ষ্মী পুজোর দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ লোক এখানে লক্ষ্মী পুজো দেখতে আসেন। দুর্গাপূজোর সঙ্গে পাল্লা দিয়ে এখানেও বিগ বাজেট থেকে শুরু করে ছোট বাজেটের পুজো এবং থিমের পুজো হয় এখানে। কার্নিভাল উপলক্ষে পুজো কমিটিগুলো তাদের শিল্পকলার প্রদর্শন করেন। হয় শোভাযাত্রা। আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন আমতার লক্ষ্মীপূজো বিখ্যাত এবং সেটাকে আরো সুন্দর আরো বেশী বেশী করে মানুষের কাছে তুলে ধরতে এই কার্নিভালের আয়োজন করা হয়েছে ।