রাত পোহালেই কার্নিভাল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- দুর্গা পুজোর দশমীর পর এবার জেলায় জেলায় কানির্ভালের পালা। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়ায় দুর্গা পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। হাওড়া জেলা প্রশাসন ও উলুবেড়িয়া পুরসভা আয়োজিত উলুবেড়িয়ার এই কার্নিভালে ১৬ টি পুজো কমিটি অংশ নিচ্ছে। প্রশাসন সূত্রে খবর উলুবেড়িয়ার এই কার্নিভাল বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া পুরসভার সামনে থেকে শুরু হয়ে পুরাতন হাসপাতাল মাঠে শেষ হবে।
প্রশাসন সূত্রে খবর বৃহস্পতিবার উলুবেড়িয়ার এই কার্নিভালে রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় ছাড়াও সাংসদ, বিধায়ক, জেলা প্রশাসনের কর্তারা ছাড়াও বহু বিশিষ্ঠ ব্যাক্তি উপস্থিত থাকবেন। কার্নিভালের আগে বুধবার প্রস্তুতি খতিয়ে দেখে হাওড়ার জেলাশাসক দিপাপ প্রিয়া পি, পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা। পুরসভার চেয়ারম্যান অভয় দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান কার্নিভালের সমস্ত আয়োজন সম্পূর্ন। কার্নিভালের শেষে উলুবেড়িয়া পুরাতন হাসপাতাল মাঠ ও কালীবাড়ির নির্দিষ্ট ঘাটে পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিরঞ্জন করবে।