বাগনানের প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বিদ্যালয়ের বর্তমান টিচার ইনচার্জ বিদ্যালয়ের অনেক উন্নতি করেছেন। সুতরাং তাকে অন্য বিদ্যালয়ে যেতে দেওয়া হবেনা। এমনকি বিদ্যালয়ে আসা নতুন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবেনা। এই দাবিতে বৃহস্পতিবার সকালে স্কুলের গেটে তালা দিয়ে শিক্ষকদের বাইরে দাঁড় করিয়ে রাখলেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে বাগনানের পানিত্রাস ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে সম্প্রতি হাওড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ হয়েছে। সেইমত বৃহস্পতিবার সকালে পানিত্রাস ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগ দিতে আসেন কুন্তল দত্ত। অন্যদিকে ওই বিদ্যালয়ের টিচার ইনচার্জ সলিল আদক প্রধান শিক্ষক হিসাবে নসিবপুর প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন। নিয়ম অনুযায়ী সলিল বাবুকে নতুন বিদ্যালয়ের দায়িত্ব নিতে হবে। সেইমত বৃহস্পতিবার সকালে প্রধান শিক্ষক হিসাবে যোগ দিতে এসেছিলেন কুন্তল বাবু। যদিও তার আগেই বিদ্যালয়ের বাইরে প্রচুর অভিভাবক জড়ো হয়ে যান। তারা নতুন প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ঢুকতে বাধা দেন। অভিভাবকদের দাবি বর্তমান টিচার ইনচার্জ সলিল বাবুর উদ্যোগে বিদ্যালয়ের অনেক উন্নতি হয়েছে। সুতরাং তারা তাকে ছাড়বেননা। দুপুর ১টা পর্যন্ত এই ঘটনা চলে। পরে ঘটনাস্থলে আসে বাগনান ১ নং ব্লক শিক্ষা দপ্তরের আধিকারিকর ও প্রশাসনের কর্তারা। পরে টিচার ইনচার্জ সলিল আদক অভিভাবকদের বোঝান তাকে না যেতে দেওয়া হলে আগামীদিনে পদোন্নতির ক্ষেত্রে সমসা হবে। এরপর অভিভাবকেরা বিষয়টি বোঝেন এবং বেলা ১টা নাগাদ বিদ্যালয়ের তালা খুলে দেওয়ার পর ক্লাস শুরু হয়।পরে নতুন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগ দেন। এই বিষয়ে হাওড়া ডিস্ট্রিক প্রাইমারী কাউন্সিলের সভাপতি কৃষ্ণ ঘোষ জানান একটা সমস্যা হযেছিল। সেটা মিটে গেছে। নতুন প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগ দিয়েছেন। টিচার ইনচার্জকে রিলিজ করা হয়েছে। তিনি শুক্রবার নতুন জায়গায় যোগ দেবেন।