উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মহালয়ার আগেই পুজোর ঢাকে কাঠি পড়ল। বৃহস্পতিবার বিকালে রাজ্যের একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন বিকেলে উলুবেড়িয়া আশা ভবন সেন্টারের দুর্গা পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আশা ভবন সেন্টারের এই পুজো এইবছর ১৩ তম বর্ষে পদাপর্ন করল। আশা ভবন সেন্টারের পিডব্লুডিএস ফোরাম আয়োজিত এই পুজো এই নিয়ে ৪ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উদ্বোধন করলেন।
এদিন আশা ভবন সেন্টারের পুজোর উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ নির্মল মাজি, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক সৌম্য চট্টোপাধ্যায়, আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই সহ অন্যান্যরা। পুজোর আয়োজন সর্ম্পকে পুজো কমিটির সম্পাদিকা পুতুল ঘোষ জানান এইবছর আমাদের থিম মাটির টানে। প্রায় আড়াই লাখ টাকা বাজেটের এই পুজোয় বাংলার হস্ত শিল্পকে তুলে ধরা হবে। আশা ভবন সেন্টারের কর্নধার জন মেরী বারুই জানান গত কয়েকবছর ধরে এখানকার বিশেষভাবে সক্ষম শিশুরা এই পুজোর আযোজন করছে। আমরা সকলে ওদের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছি।