কালীনগরে কঠিন বর্জ্য নিস্কাশন কেন্দ্রের উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- কোন জিনিষ তৈরী করার থেকেও সেটাকে রক্ষনাবেক্ষন করার কাজটা অনেক কঠিন। আর সেটা করতে পারলে তবেই তৈরী জিনিষ সার্থক রুপ পাবে। বৃহস্পতিবার উলুবেড়িয়ার কালীনগর গ্রাম পঞ্চায়েতে বসুন্ধরা কঠিন বর্জ্য  নিস্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধন করতে এসে এই কথা বলেন রাজ্যের পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টচার্য্য, হাওড়ার জেলাশাসক দিপপ্রিয়া পি, উলুবেড়িয়ার মহকুমাশাসক সৌম্য চটোপাধ্যায় সহ অন্যান্যরা।

প্রশাসন সূত্রে খবর প্রকল্পটি করতে ব্যায় হয়েছে ১৫ লক্ষ ৭৪ হাজার টাকা। এদিন মন্ত্রী বলেন এখন আপাতত গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন হাটে বাজারে পাড়ায় পাড়ায় ভ্যাট বসানো থাকবে। সেইসব ভ্যাটে নাগরিকরা পথক বালতিতে পচনশীল অপচনশীল বর্জ্য ফেলা হবে। পরে গাড়ি করে সেইসব বর্জ্য এই কঠিন বর্জ্য নিস্কাশন ব্যবস্থাপনা কেন্দ্রে নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *