সিমকার্ড জালিয়াতি করে সাইবার প্রতারনার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি ,হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মোবাইলের সিমকার্ড জালিয়াতি করে সাইবার প্রতারনা চক্র চালানোর অভিযোগে মঙ্গলবার রাতে হাওড়ার পেঁড়ো থানা এলাকা থেকে বিক্রম পোল্লে এবং জয় পাছাল দুই যুবককে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ধৃতদের বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৪ দিনের ট্রানজিড রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
জানা গেছে বেশ কয়েকমাস আগে মধ্যপ্রদেশের গোয়ালিয়র পুলিশের কাছে একটি সাইবার প্রতারনার অভিযোগ জমা পড়ে। সেইমত মধ্যপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা তদন্তে নামলে মোবাইলের সিম জালিয়াতির বিষয়টি তাদের সামনে আসে। এরপরেই পুলিশ প্রতারনা চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পেঁড়ো থানা এলাকার বাসিন্দা বিক্রম ও জয়ের যোগ পায়। আর সেই সূত্র ধরে মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশ পুলিশেরর ক্রাইম ব্রাঞ্চের একটি দল পেঁড়ো থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। পুলিশ প্রশাসন সূত্রে খবর বেশ কয়েকবছর আগে বিক্রম ও জয় বিনা ডকুমেন্টে কোন একজনকে মোবাইল সিমকার্ড বিক্রি করে। পরবর্তী সময় ওই ব্যাক্তি মধ্যপ্রদেশের গোয়ালিয়র গিয়ে সেইখান থেকে সিমকার্ড জালিয়াতি করে সাইবার প্রতারনা চক্র চালাতে শুরু করে। এরপর কয়েকমাস আগে এই বিষয়ে গোয়ালিয়র পুলিশের কাছে অভিযোগ জমা পড়লে মঙ্গলবার এই দুজনকে গ্রেপ্তার করা হয়।