শ্যামপুরে গ্রামের জঙ্গল আগাছা পরিস্কারে স্বেচ্ছাশ্রম
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় ১০০ দিনের কাজ ও বন্ধ। আর যার কারণে জঙ্গল আগাছায় ভরে উঠেছে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকা। আর এই জঙ্গল আগাছা পরিস্কার করতে এবার নিজেরাই উদ্যোগী হল শ্যামপুর ২ নং ব্লকের ডিহিমন্ডল ঘাট ১ নং গ্রাম পঞ্চায়েত। শনিবার গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার রামেশ্বরপুর গ্রাম পরিস্কার করা হয়। এদিনের এই কর্মসূচীতে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য ছাড়াও গ্রামের একাধিক যুবকনিজেরাই জঙ্গল আগাছা পরিস্কার করার কাজে হাত লাগায়।
ডিহিমন্ডলঘাট ১ নং গ্র্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কুমার বেরা জানান দীর্ঘদিন ১০০ দিনের কাজ বন্ধ থাকায় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জঙ্গল আগাছায় ভরে উঠেছে। এলাকায় সাপের উপদ্রব বড়েছে। এখনোও পর্যন্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ৪ জন ডেঙ্গু ও ৩ জন ম্যালেরিয়া আক্রান্তের খোঁজ মিলেছে। এইসব জঙ্গল আগাছা পরিস্কার করার জন্য আমি ব্যাক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় স্বেচ্ছাশ্রম দেওয়ার আবেদন জানাই। সেই আবেদনে সাড়া দিয়ে এলাকার বেশ কিছু যুবক এগিয়ে আসে। আর তাদের নিয়ে একটা টিম তৈরী করি। যেটার নাম দিয়েছি পরিস্করন। সেইমত ২৫ জনের একটি টিম তৈরী করে আমরা শনিবার গ্রাম পঞ্চায়েতের একদম শেষগ্রাম রামেশ্বপুর গ্রাম থেকে এই পরিস্কার করার কাজ শুরু করেছি। আগামীদিনে গ্রাম পঞ্চায়েতের ১৬টি বুথে এই পরিস্কারের কাজ চলবে বলে জানান উপপ্রধান সুদীপ কুমার বেরা।