বায়োমেট্রিক জালিয়াতির শিকার উলবেড়িয়ার ব্যবসায়ী
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪, উলুবোড়িয়া- নিজেদের অজান্তেই উলুবেড়িয়ার এক ব্যবসায়ী বায়োমেট্রিক জালিয়াতির শিকার হলেন।গ্রাহকেরা। প্রতারকরা বায়োমেট্রিক জালিয়াতি করে উলুবেড়িয়ার ওই ব্যবসায়ীর এ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিল। ওই ব্যবসায়ী ইতিমধ্যে হাওড়া গ্রামীণ জেলার সাইবার ক্রাইমের দারস্থ হয়েছেন। জানা গেছে উলুবেড়িয়া বাসুদেবপুরের শুঁড়িখালির বাসিন্দা জয়দেব কামলের খলিশানী কালীতলার একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কে এ্যাকাউন্ট আছে। শনিবার দুপুরে জয়দেব কামলে তার মোবাইলে আসা একটি মেসেজ খুলতেই লক্ষ্য করেন বিহারের কিষাণগঞ্জ থেকে তার এ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ওই ব্যবসায়ী ব্যাঙ্কে গেলে জানতে পারে প্রতারকরা বায়োমেট্রিক জালিয়াতি করে তার এ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। ব্যবসায়ী জানান ব্যাঙ্ক ম্যানেজারের পরামর্শে আমি বায়োমেট্রিক লক করার পাশাপাশি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি। জয়দেব কামলে জানান মাস খানেক আগে একটি জমি রেজিস্ট্রির জন্য উলুবেড়িয়া রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম এবং সেখানে আমার দুইহাতের ১০ আঙুলের ছাপ দিযেছিলাম। কিন্ত তার আঙুলের ছাপ কিভাবে প্রতারকদের কাছে পৌছে গেল সেটা বুঝতে পারছেননা জয়দেব কামলে।