বাউড়িয়ায় ঘড়িয়াল দেখে কুমীরের আতঙ্ক
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাউড়ায়া- বাউড়িয়ায় ঘড়িয়াল দেখতে পাওয়ায় কুমির আতঙ্ক ছড়াল এলাকায়। পরে সোমবার বিকেলে বন দপ্তরের পক্ষ থেকে কুমিরের মত দেখতে প্রানীটি আসলে ঘড়িয়াল বা মেছো কুমির বলে চিহ্নিত করার পর বাসিন্দাদের আতঙ্ক দূর হয়। জানা গেছে সোমবার বিকেলে বাউড়িয়ার গৌরী খালে একটি প্রানীকে জলে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। এলাকায় কুমিরের আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাউড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। রাতে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন প্রানীটি কুমির নয়। এটা ঘড়িয়াল। পরে বাউড়িয়া থানার পুলিশ ও বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সচেতন করা হয়। এদিন বন দপ্তরের পক্ষ থেকে ঘড়িয়ালের পাশাপাশি বন্যপ্রানীদের শিকার, হত্যা বা বিরুক্ত না করার ব্যাপারে সচেতন করা হয়। ১৯৭২ সালের বন্যপ্রান আইন অনুযায়ী এই কাজে যদি কেউ যুক্ত থাকে তাহলে তার ৭ বছরের জেল বা ২৫ হাজার টাকা জরিমান বা উভয় হতে পারে বলে সাধারন মানুষকে সর্তক করা হয়।