অষ্টনাগ পুজো
নিজস্ব প্রতিনিধি,হাওড়া নিউজ ২৪,উলুবেড়িয়া-সোমবার বিশ্বকর্মা পুজোর পাশাপাশি শ্রী শ্রী অষ্টনাগ পুজো। আর এই পুজোকে ঘিরে এদিন উৎসবের চেহারা নিল উলুবেড়িয়ার মাধবপুর এবং উলুঘাটা। মাধবপুরের উত্তরন সংঘের আয়োজনে অষ্টনাগ পুজো এবার ৪২ তম বর্ষে পদাপর্ন করল। পুজো কমিটি সূত্রে খবর মাধবপুরের এই পুজোকে ঘিরে ৮ দিনের মেলা বসে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিমা দেখতে পুজো মন্ডপে ভীড় জমায়।
অন্যদিকে উলুঘাটা বিবেকানন্দ স্মৃতি সংঘ এবং বাজারের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত শ্রী শ্রী অষ্টনাগ পুজো এবার ৩৬ তম বর্ষে পদাপর্ন করল। সোমবার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। পুজো কমিটি সূত্রে খবর ৮ দিন ধরে চলা এই পুজোকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।