বীরশিবপুরে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে টেকনোলজি ফেস্ট
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- একাধিক বিজ্ঞানভিত্তিক মডেল নিয়ে টেকনোলজি ফেস্ট শুরু হল বীরশিবপুরে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। দুইদিন ধরে চলা এই প্রদর্শনীতে বীরশিবপুরের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়াও কলকাতার ৮টি নামী প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ ৬ টি বিভাগের ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরী মডেল প্রদর্শন করেন। দুইদিনের এই প্রদর্শনীতে জেলার একাধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার কথা। কলেজের অধ্যক্ষ জোগেশ কুমার সিং জানান মূলত ছাত্রছাত্রীদের চিন্তাধারা প্রদর্শন করার একটা প্লাটফর্ম এটা। এখানে ছাত্রছাত্রীরা তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে যুগোপযোগী বিভিন্ন মডেল তৈরী করে সেটার প্রদর্শন করেছে।