পানার চাপে ভাঙলো বাঁশের সেতু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- মাস খানেক আগে পানার চাপে ভেঙে পড়েছিল হাওড়ার দীপাঞ্চল ভাটোরার তিনটি বাঁশের সেতু। আর এবার সেই পানার চাপেই ভেঙে গেল আমতার দুটি বাঁশের সেতু। ফলে বিপাকে পড়েছেন নদীর দুই পাড়ে বসবাসকারী কয়েকহাজার বাসিন্দা। জানা গেছে দামোদর নদী পারাপারের জন্য বাঁশের সেতু আছে। যার একপ্রান্তে আছে আমতা ১ নং ব্লকের ফতেপুর ও অন্যপ্রান্তে আছে আমতা ২নং ব্লকের তাজপুর। স্থানীয় বাসিন্দাদের মতে বেশ কয়েকদিন ধরেই নদীতে পানার চাপ ছিল। বুধবার দুপুরে সেই পানার চাপেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাঁশের সেতু। তাদের মতে এই বাঁশের সেতু ভেঙে যাওয়ার ফলে কয়েক কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হবে। অন্যদিকে ফতেপুর তাজপুর বাঁশের সেতুর পাশাপাশি পানার চাপে রানাপাড়া নওপাড়া মধ্যে সংযোগকারী বাঁশের সেতুটিও ভেঙে পড়ে। আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ জানান ভেঙে যাওয়া বাঁশের সেতুগুলি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।