স্বাভাবিক ছন্দে ফিরল নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যাপুর- গত সোমবার শিক্ষক নিগ্রহের ঘটনার জেরে মঙ্গলবার শ্যামপুরের নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের পঠন পাঠন বন্ধ রেখে প্রতিবাদ জনিয়েছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকরা। যদিও বুধবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরল বিদ্যালয়। এদিন বিদ্যালয়ের অধিকাংশ ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিলেন এবং ক্লাস ও করেছে। তবে দশম শ্রেনীর যে ছাত্রকে নিয়ে বিদ্যালয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল এদিন সেই ছাত্র বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর এদিন সকালে বিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার আগে সকল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে তাদের নির্ভয়ে বিদ্যালয়ে আসার বার্তা দেন শিক্ষক শিক্ষিকারা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুনাভ বাজানী জানান সোমবারের ঘটনার পর ক্লাস শুরু করাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। আজ পুরো ক্লাস হয়েছে। আমরা ও খুব খুশী। তিনি জানান বৃহস্পতিবার বিদ্যালয়ে একটি প্রতিবাদ সভা হবে। পাশাপাশি একটি প্রতিবাদ মিছিল করা হবে। প্রসঙ্গত গত সোমবার বিদ্যালয়ের দশম শ্রেনীর ইংরাজী ক্লাস চলাকালীন এক ছাত্রকে শাসন করার অপরাধে ইংরাজী শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাসের উপর চড়াও হয়েছিল ছাত্রের অভিভাবক ও তার সঙ্গীরা। শিক্ষককে ব্যাপক মারধর করা হয়েছিল। বিদ্যালয়ের অন্য শিক্ষকরা তাকে বাঁচাতে এলে তাদের ও মারধর করা হয়েছিল। ঘটনায় আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত সহ দুজনকে গ্রেপ্তার করে।যদিও এখনোও পর্যন্ত বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।