তরুনের স্বপ্ন প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতা ২ নং পঞ্চায়েত সমিতিতে তৈরী হল আধুনিক প্রযুক্ত সমৃদ্ধ সভাকক্ষ। “তরুনের স্বপ্ন প্রশিক্ষন কেন্দ্র “- নামাঙ্কিত এই সভাকক্ষের উদ্বোধন করেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) সৌমেন পাল,সহ অন্যান্যরা। আমতা ২ নং পঞ্চায়েত সমিতি সূত্রে খবর রাজ্যে সরকারের পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দপ্তরের আর্থিক সহয়তায় আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই সভাকক্ষ তৈরী করতে ব্যায় হয়েছে ১০ লক্ষ টাকা।
বিধায়ক সুকান্ত পাল জানান এই সভাকক্ষে ভিডিও কনফারেন্সিং এর ব্যবস্থা থাকছে। পাশাপাশি প্রোজেক্টরের মাধ্যমে অডিও ভিসিওয়ালের ব্যবস্থাও থাকছে। সভাকক্ষে পঞ্চায়েত সমিতির রাজ্যে ও জেলা স্তরে বিভিন্ন গুরুত্বপূর্ন মিটিং এর পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এখানে মক পার্লামেন্ট অনুষ্ঠিত করতে পারবে।