উলুবেড়িয়ায় স্বর্ন ব্যাবসায়ীকে গুলি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- এক স্বর্ন ব্যবসায়ীকে গুলি করে তার থেকে সোনার অলঙ্কার ও নগদ টাকা সহ ব্যাগ ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানার বাহিরতফা এলাকায়। সুব্রত মাইতি নামে আহত ওই স্বর্ন ব্যবসায়ীর ডান হাতে গুলি লেগেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে স্বর্ন ব্যবসায়ী সুব্রত মাইতি বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তার সঙ্গে অলঙ্কার ও নগদ টাকা সহ ব্যাগ ছিল। রাত ৯ টা নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে দুটি বাইকে থাকা ৫ জন দুস্কৃতী ব্যবসায়ীকে মাটিতে ফেলে দিয়ে তার থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযোগ ওই ব্যবসায়ী বাধা দিতে গেলে দুস্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুস্কৃতীদের ছোড়া গুলি ব্যবসায়ীর ডান হাতে লাগলে তিনি আহত হলে ব্যবসায়ীরা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা আহত ওই ব্যবসায়ীকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন।
এদিকে গুলি চালানোর খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যান উলুবেড়িয়ার এসডিপিও সিদ্ধার্থ ধাপোলা এবং উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান দুস্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। খুব শীঘ্রই তারা ধরা পড়বে। অন্যদিকে মঙ্গলবার রাতের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ী সুব্রত মাইতি জানান মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পাড়ার রাস্তায় একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় বাইকে থাকা দুস্কৃতীরা আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি আমার ডান হাতে লাগলে সেই সূযোগে তারা আমার ব্যাগ ছিনতাই করে পালায়। সুব্রত মাইতি জানান এই ধরনের ঘটনা এই প্রথম হওয়ায় আমরা যথেষ্ট আতঙ্কিত।