বিচারাধীন বন্দীর মৃত্যু, পথ অবরোধ জয়নগরে
নিজস্ব, প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, পাঁচলা- বিচারাধীন এক বন্দী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো পাঁচলা থানার জয়নগর সর্দার পাড়ায়। মৃতের নাম সোমনাথ সর্দার (২৫)। এদিকে পুলিশের মারে সোমনাথের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে শনিবার সকালে ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে বছর ৭ আগে জয়নগর সর্দার পাড়ার বাসিন্দা সোমনাথ সর্দারের বিরুদ্ধে এলাকার এক নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগ ওঠে।। ঘটনায় নাবালিকার পরিবার সোমনাথের নামে পাঁচলা থানায় অভিযোগ দায়ের করে। সূত্রের খবর সেই মামলায় সোমনাথ জামিন না নেওয়ায় সম্প্রতি সোমনাথের নামে আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়। সেইমত মঙ্গলবার রাতে পাঁচলা থানার পুলিশ সোমনাথকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে বুধবার তাকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন।পুলিশ প্রশাসন সূত্রে খবর জেল হেফাজতে থাকাকালীন শুক্রবার সোমনাথ অসুস্থ হয়ে পড়লে তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই সোমনাথের মৃত্যু হয়।
এদিকে সোমনাথের মৃত্যুর খবর সর্দারপাড়ায় পৌছাতেই ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা রানীহাটি গঙ্গাধরপুর ভায়া জয়নগর রাস্তায় সর্দার পাড়ায় পথ অবরোধ করে। পথ অবরোধের খবর পাওয়ার পর পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। নামানো হয় র্যাফ। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধের পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।