বিজ্ঞানীর সাফল্যে গর্বিত উদয়নারায়ণপুরের খিলা

Spread the love

নিজস্ব প্রতিনধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর- বুধবার সন্ধ্যায় চাঁদের দক্ষিন মেরুতে সুষ্ঠভাবে চন্দ্রযান ৩ এর সফট ল্যান্ডিং এর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েছিল উদয়নারায়ণপুরের খিলা গোপীমোহন শিক্ষা সদনের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। কারণ ইসরোয় বসে যে বিজ্ঞানীর দল চন্দ্রযান ৩ এর যাত্রাপথ পরিচালনা করছেন সেই দলের অন্যতম সদস্য ডঃ অমিত মাজি তাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র।

জানা গেছে উদয়নারায়ণপুরের খিলা গ্রামের বাসিন্দা অমিত মাজি। ছোটবেলা থেকেই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার পর ১৯৯০ সালে খিলা গোপীমোহন শিক্ষা সদনে পঞ্চম শ্রেনীতে ভর্তি হন। ১৯৯৬ সালে মাধ্যমিক এবং ১৯৯৮ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা এইর বিদ্যালয় থেকেই পাশ করেন। তিনি বেলুড় বিদ্যামন্দির থেকে পদার্থ বিদ্যায় অর্নাস নিয়ে পাশ করেন। ২০০১ সালে রাজাবাজার সায়েন্স কলেজে ইলেকট্রনিক্স এবং টেলি কমিনিউকেশন নিয়ে বিটেক পড়াশুনা শুরু করেন। পরবর্তী সময়ে ২০০৬ সালে অমিত মাজি ইসরোতে বিজ্ঞানী হিসাবে কাজ করেন। সূত্রের খবর চাঁদের পৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং এর দায়িত্ব যেসব বিজ্ঞানীদের হাতে ছিল তাদের মধ্যে একজন অমিত মাজি। বর্তমানে ইসরোর এই বিজ্ঞানী সপরিবারে ব্যাঙ্গালোরে থাকেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার বেরা জানান বিক্রমের সফট ল্যান্ডিং দেখানোর জন্য বুধবার সন্ধ্যায় বিদ্যালয়ের বিজ্ঞানের ছাত্রছাত্রীদের নিয়ে একটা সেমিনারের আযোজন করেছিলাম। সেখানে ল্যাডার বিক্রমের সফট ল্যান্ডিং দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তিনি জানান অমিত মাজি বুধবার রাত ২টোর সময় বাড়ি ফেরার পরে বৃহস্পতিবার ভোরে আবার বাড়ি থেকে বেরিয়ে গেছে। তবে আমার সাথে আজ মিনিট তিনেকের কথা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *