আমতার কাশমলীতে সচেতনতা শিবির
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- পরিবেশ ও বন্যপ্রান নিয়ে সচেতনতার উদ্দ্যেশে বুধবার হাওড়া বন বিভাগের উদ্যোগে আমতার কাশমলী বিদ্যালয়ে পরিবেশ ও বন্যপ্রান সচেতনতা শিবিরের আয়োজন করা হল। এদিনের এই শিবিরে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেনী পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে বন্যপ্রান সংরক্ষনের পাশাপাশি পরিবেশ সচেতনতা নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বন্যপ্রান রক্ষার আবেদন জানিয়ে গ্রামে সচেতনতা পদযাত্রা করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীদের বন্যপ্রান রক্ষা সর্ম্পকে বক্তব্য দেওয়া হয়। এই উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা বিভাগীয় বন আধিকারিক নিরঞ্জিতা ,বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, ইমন ধারা, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সন্দীপ ঘোষ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন। ব্ন দপ্তর সূত্রে খবর জেলার আরোও কয়েকটি বিদ্যালয়ে এইরকম অনুষ্ঠান করা হবে।