উদয়নারয়ণপুরে ব্যাক্তিকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- ব্যবসায়ীক লেনেদেনের ঝামেলার জেরে এক ব্যাক্তিকে অপহরণের চেষ্টার আভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর থানার বেলগ্রাম এলাকায়। ঘটনায় অপহৃত ব্যাক্তির স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উদয়নারায়ণপুর থানার পুলিশ হুগলীর মগরা থেকে নেসবাহার শেখ এবং তপন জানা নামে দুই দুস্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে নদীয়ার কালীগঞ্জের বাসিন্দা নেসবাহার শেখের সঙ্গে উদয়নারায়ণপুরের রাজাপুরের বাসিন্দা শেখ মানিকের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে ঝামেলা চলছিল। সূত্রের খবর বৃহস্পতিবার দুপুরে নেসবাহার আমতা থেকে একটি গাড়ি ভাড়া করে তার কয়েকজন সঙ্গীকে নিয়ে উদয়নারায়ণপুরে আসে।সূত্রের খবর এরপর নেসবাহার ফোন করে শেখ মানিককে তার সঙ্গে দেখা করতে বলে। অভিযোগ নেসবাহারের ফোন পেয়ে শেখ মানিক বেলগ্রামের কাছে আসলে নেসবাহার ও তার সঙ্গীরা মানিককে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।চম্পট দেয়। এদিকে দীর্ঘক্ষন স্বামী বাড়ি না ফেরায় মানিক বাবুর স্ত্রী উদয়নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে উদয়নারায়ণপুর থানার পুলিশ রাতে হুগলীর মগরা থেকে মানিককে উদ্ধার করার পাশাপাশি নেসবাহার ও গাড়ির চালক তপন জানাকে গ্রেপ্তার করে। পুলিশ গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।