৭৫ বছরে উলুবেড়িয়া কলেজ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আমি এই কলেজের ইতিহাসের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত। এই কলেজের সঙ্গে আমাদের সকলের আত্মিক যোগাযোগ। আমার আশা আগামীদিনে উলুবেড়িয়া কলেজ রাজ্যের মধ্যে অন্যতম কলেজ হিসাবে আত্মপ্রকাশ করবে। বুধবার উলুবেড়িয়া কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দিতে এসে এই কথা বললেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায়।

এদিন সকালে মন্ত্রী পুলক রায় কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রথমে কলেজের প্রতিষ্ঠাতা হরিপদ ঘোষালের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে মন্ত্রী একে একে হরিপদ ঘোষাল স্মৃতি ভবন, ডঃ জয়ন্ত বন্দোপাধ্যায় স্মৃতি ভবন এবং প্লাটিনাম জুবিলি ভবনের শিল্যানাস করেন। পাশাপাশি মন্ত্রী কলেজের প্লাটিনাম জুবিলি স্মারক, স্মরনিকা, কলেজের ইতিহাসের একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র এবং একটি ঢিম সং এর সিডির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মন্ত্রী পুলক রায় কলেজে বৃক্ষ রোপন করেন।

প্রসঙ্গত ১৯৪৮ সালের ১৬ আগষ্ট ১৬৭ জন ছাত্রছাত্রীকে নিয়ে উলুবেড়িয়া কলেজের পথ চলা শুরু। বর্তমানে কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১০ হাজার। উলুবেড়িয়া কলেজ সূত্রে খবর কলেজের প্লাটিনাম জুবিলি বর্ষকে সামনে রেখে ৭৫টি কম্পিউটার সহ একটি কম্পিউটার ল্যাবরেটারি চালু হয়েছে। ৭৫ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষায় স্কলারিশপ প্রদান ছাড়াও ৭৫টি বৃক্ষ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজের নিজস্ব অ্যাপ চালু করা হযেছে। ডিজিটাল লাইব্রেরীর পাশাপাশি ক্যাশলেস অনলাইন টাকা ট্রান্সফারের ব্যবস্থা করা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, চেয়ারম্যান পারিষদ আকবর শেখ, উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশীষ পাল সহ অন্যান্যরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *