দেউলটিতে জেপি নাড্ডা

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, দেউলটি- আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে অনেক সৌভাগ্যপ্রআপ্ত হয়েছি। এখান থেকে আমি অনুপ্রেরণা পেলাম —। শনিবার দুপুরে বাগনানের দেউলটির  সামতাবেড়িয়া গ্রামে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে এভাবেই নিজের অনুভূতির কথা ভিজির্টাস বুকে লিখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

শনিবার সকালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রথমে দেউলটির নাওপালায় দলের পঞ্চায়েতী রাজ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে পুর্ব ভারতের ৭টি রাজ্যের ১৩৪ জন দলের জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাপতিরা যোগ দেন। এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলন শেষে জেপি নাড্ডা সামতাবেড় গ্রামে আসেন। এখানে প্রথমে অমর কথা শিল্পীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পরে তিনি বাড়ির চত্বরে একটি আম গাছ বসান। পরে অমর কথা শিল্পীর বাড়ি ঘুরে দেখেন জেপি নাড্ডা।

পরে বিজেপির ‘আমার মাটি আমার দেশ’ কর্মসুচীর সূচনা করেন। এই কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন তিনি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের বাডি থেকে মাটি সংগ্রহ করে নিজের হাতে অমৃত কলসে সেই মাটি ভরেন। বিজেপির দলীয় সূত্রে খবর এই মাটি দিল্লিতে নিয়ে যাওয়া হবে। দিল্লিতে কর্তব্য পথ তৈরিতে এই মাটি ব্যাবহার করা হবে। প্রসঙ্গত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭০ হাজার দেশপ্রেমী এবং দেশের মহান পুরুষদের বাড়ির মাটি সংগ্রহ করা হবে। সেই মাটিতেই তৈরি হবে ওই কর্তব্য পথ। সেখানেই ব্যবহার করা হবে শরৎচন্দ্রের বাড়ি থেকে নিয়ে যাওয়া মাটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *