বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানের বাড়িতে হামলার অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাকসী- রাতের অন্ধকারে আমতা ২ নং ব্লকের বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান গোলাম মোর্তাজার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার এই রাতের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সকালে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পরে পুলিশ দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাস্তা অবরোধ মুক্ত হয়।

গোলাম মোর্তাজা জানান শুক্রবার রাত ১টা নাগাদ কয়েকজন দুস্কৃতী বাড়ির সামনে এসে গেটে ধাক্কা ধাক্কি করতে থাকে। আমি চিৎকার করলে দুস্কৃতীরা আমার বাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়ার পাশাপাশি বোমাবাজি করে। পরে তারা পালিয়ে যায়। গোলাম মোর্তাজা জানান শনিবার সকালে পুলিশ তদন্তে এসে একটি বোমা উদ্ধার করে নিযে যায়। কি কারণে তার বাড়িতে এই ধরনের হামলার ঘটনা ঘটল সেটা নিয়ে ধোয়াশায় আছেন গোলাম মোর্তাজা। যদিও বাকসীহাট গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত উপপ্রধান সুপ্রিয় সিংহের অভিযোগ নির্বাচনে বিরোধী জোট পরাজয় মানতে না পেরে এই ধরনের হামলা চালিয়েছে।তবে বিরোধীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *