১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়ায় দুর্ঘটনা, মৃত ৩

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, কুলগাছিয়া- ট্রেলারের সঙ্গে দ্রুত গতিতে যাওয়া প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল প্রাইভেট গাড়ির চালক সহ তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়া উড়ালপুলের উপর। দুর্ঘটনায় আহত ট্রেলারের চালক আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।

জানা গেছে সোমবার সন্ধ্যায় কলকাতার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়া একটি ট্রেলার কুলগাছিয়া উড়ালপুলের উপর নিয়ন্ত্রন হারিয়ে ডিভাইডার টপকে কলকাতামুখী লেনে চলে আসে। সেইসময় কলকাতা অভিমুখে যাওয়া একটি প্রাইভেট গাড়ির সঙ্গে ট্রেলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেট গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। প্রাইভেট গাড়ির দুই মহিলা ছিটকে রাস্তায় পড়লেও প্রাইভেট গাড়ির চালক গাড়ির মধ্যে আটকে পড়ে। দুর্ঘটনার আশপাশের লোকেরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। উলুবেড়িয়া থানার পুলিশ ও দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌছায়। পরে গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে প্রাইভেট গাড়ি থেকে প্রাইভেট গাড়ির চালককে বের করে পুলিস।

পরে প্রাইভেট গাড়ির ৩ আরোহী ও ট্রেলারের চালককে উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠালে চিকিৎসক প্রাইভেট গাড়ির ৩ আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ক্রেনের সাহায্যে ট্রেলার ও প্রাইভেট গাড়িটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *