কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেল জয়পুরের বিভূতি ভূষণ ধর গ্রামীণ হাসপাতাল

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আগেই কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছিল হাওড়া জেলার উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতাল এবং বাউড়িয়া আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর এবার সেই স্বীকৃতি পেল আমতা বিধানসভার জয়পুরের অমরাগড়ি বিভূতি ভূষণ ধর গ্রামীণ হাসপাতাল। এই হাসপাতালের প্রাপ্ত নম্বর ৭৭.০৫ শতাংশ। হাওড়ার এই গ্রামীণ হাসপাতাল ছাড়াও রাজ্যের আরোও ৪টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে।

জানা গেছে জুন মাসের ২১ ও ২২ তারিখ কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের একটি দল জেলার গ্রামীণ এই হাসপাতালের ৯টি বিভাগ পরিদর্শন করেন। তাদের সেই পরিদর্শনে হাওড়া জেলার জয়পুরের এই হাসপাতাল ৭৭.০৫ শতাংশ নম্বর পয়েছে। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বিচারে এই হাসপাতাল সার্ভিস প্রভিশনে ৮০ শতাংশ,পেশেন্ট রাইটস বিভাগে ৮১ শতাংশ, সার্পোট সার্ভিসে ৭৯ শতাংশ, ক্লিনিকাল সার্ভিসে ৭৮ শতাংশ, ইনফেকশান কন্ট্রোলে ৬৭ শতাংশ এবং কোয়ালিটি ম্যানেজমেন্টে ৭৮ শতাংশ নম্বর পেয়েছে। হাসপাতাল কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পাওয়ায় খুশী হাসপাতালের সর্বস্তরের স্বাস্থ্য কর্মীরা। হাসপাতালের সুপার সুকান্ত বিশ্বাস জানান আমরা আমাদের সাধ্যমত পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পাওয়ায় আমাদের দায়িত্ব আরো বৃদ্ধি পেল। বিধায়ক সুকান্ত পাল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে এই গ্রামীণ হাসপাতালকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে ৬০ শয্যার এই গ্রামীন হাসপাতালে শীততাপ নিযন্ত্রিত প্রসূতি বিভাগ,অক্সিজেন ব্যাঙ্ক নির্মান করা হয়েছে। হাসপাতালের নিজস্ব কিচেন গার্ডেন এবং হাসপাতালের পরিতক্ত জমিতে পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছে। তবে সকলের সমবেত প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি এসেছে বলে জানান বিধায়ক সুকান্ত পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *