কুলিয়া সেতুর কাজ ঢিমেতালে হওয়ার অভিযোগ প্রাক্তন বিধায়কের
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, কুলিয়া- বৃহস্পতিবার ভেঙে পড়েছিল ৩টি বাঁশের সেতু। যার ফলে হাওড়া জেলার মূল ভূখন্ড থেকে বিছিন্ন হয়ে পড়েছে হাওড়া জেলার দীপাঞ্চল ভাটোরা। বিপাকে পড়েছে দীপাঞ্চলের প্রায় ৫০ হাজার বাসিন্দ। নদী পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করা হলেও দূর্ভোগ কমছেনা দীপাঞ্চলের বাসিন্দাদের। অন্যদিকে বাঁশের সেতু ভেঙে যাওয়ার পর এলাকা পরিদর্শন করতে আসনে প্রাক্তন বিধায়ক অসিত মিত্র। তার সঙ্গে ছিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ সভাপতি শেখ হাফিজুর রহমান। এদিন অসিত মিত্র এলাকা পরিদর্শন করার পাশাপাশি কুলিয়া সেতুর কাজ পরিদর্শন করেন।
অসিত মিত্র বলেন দীর্ঘদিন আগে মন্ত্রী অসীম দাশগুপ্ত কুলিয়া সেতুর শিলান্যাস করলেও সেই কাজ আর হযে ওঠেনি। পরবর্তী সময়ে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশাসনিক সভা থেকে কুলিয়া সেতুর শিলান্যাস করেন এবং সেতুর জন্য ৯ কোটি টাকা ও অনুমোদন করেছিলেন বলে দাবী করেন অসিত মিত্র। যদিও এবারেও কোন কাজ হয়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল কুলিয়া সেতুর জন্য ২৩ কোটি ৫২ লক্ষ টাকার অর্থ দপ্তরের লিখিত অনুমোদন দেখালেও কাজের অগ্রগতি হয়নি।। অবশেষে এইবছর পঞ্চায়েত নির্বাচনের আগে কুলিয়া সেতুর নতুন করে শিলান্যাস করেন পূর্ত মন্ত্রী পুলক রায়। সেতু নির্মানের কাজ ঢিমে গতিতে হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র।। অন্যদিকে আমতার বিধায়ক সুকান্ত পাল জানান নির্দিষ্ট সময়ের আগেই কুলিয়া সেতু নির্মানের কাজ শেষ হবে। রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় দপ্তরকে সেই নির্দেশ দিযেছেন।