শ্যামপুরে ক্ষতিগ্রস্থ নদী পাড় মেরামতের উদ্যোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বুধবার সকালে কলকাতা বন্দরের উদ্দ্যেশে যাওয়া সিঙ্গাপুর থেকে আসা একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় ক্ষতি হয়েছিল শ্যামপুরের ৫৮ গেট সংলগ্ন পূর্ব বাসুদেবপুর জেলে পাড়া এলাকার নদীর পাড়। পণ্যবাহী জাহাজের ধাক্কায় নদীর চরে ৬০ মিটার লম্বা ২৫ মিটার চওড়া গভীর গর্তের সৃষ্টি হয়েছিল। শুক্রবার সকালে সেচ দপ্তরের একটি উচ্চ পার্যায়ের দল ঘটনাস্থল পরিদর্শন করেন। সেচ দপ্তর সূত্রে খবর নদীর চরের যে জায়গায় গর্ত হয়েছে সেখানে মাটি বা বালি ফেলে দ্রুত ভরাট করা হবে। এছাড়াও নদী বাঁধের গোড়ার দিকে ক্ষতিগ্রস্থ এলাকায় বোল্ডার পিচিং করা হবে।
এর পাশাপাশি নদীর পাড়ের প্রায় ১৫ মিটার জায়গা জুড়ে থাকা ভেঙে যাওয়া শালবল্লার ব্যারিকেড ও করা হবে। নদী পাড়ের ক্ষতিগ্রস্থ এলাকা দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সেচ দপ্তর সূত্রে খবর। প্রসঙ্গত বুধবার সকালে কলকাতা অভিমুখে যাওয়া জাহাজটি নিয়ন্ত্রন হারিয়ে পূর্ব বাসুদেবপুর জেলে পাড়ার কাছে নদীর পাড়ে ধাক্কা মারে। ঘটনায় নদী বাঁধের উপরের অংশ সেভাবে ক্ষতি না হলেও পাড়ের নীচের অংশে ক্ষতি হয়।