ভাটোরায় ভেঙে গেল ৩টি বাঁশের সেতু
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, ভাটোরা- বৃহস্পতিবার সকালে কচুরিপানা এবং জলের চাপে ভেঙে গেল হাওড়ার দীপাঞ্চলের সঙ্গে মূল ভূখন্ডের যোগাযোগকারী তিনটি বাঁশের সেতু। ফলে দীপাঞ্চলের ভাটোরা ও ঘোড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সঙ্গে মূল ভূখন্ডের যোগাযোগ সম্পূর্ন বিছিন্ন হযে পড়ল।
জানা গেছে বৃহস্পতিবার সকালের দিকে জোয়ারের সময় কচুরিপানার ঝাঁক মুন্ডেশ্বরী নদীতে চলে আসে। সেই কচুরিপানার ঝাঁক এবং জোয়ারের জলের চাপে ভেঙে পড়ে আজানগাছির বাঁশের সেতু। এরপরেই এই বাঁশের সেতুর ভাঙা অংশ ও কচুরিপানা ঝাঁক কুলিয়ার বাঁশের সেতুতে ধাক্কা মারে। সেটিও ভেঙে পড়ে। এরপর দুটি ভাঙা বাঁশের সেতুর অংশ গায়েনপাড়া বাঁশের সেতুতে ধাক্কা মারলে সেটিও ভেঙে পড়ে। এদিকে পরপর তিনটি বাঁশের সেতু ভেঙে যাওয়ায় সমস্যায় পড়েছে দীপাঞ্চলের বাসিন্দারা। সমস্যা এড়াতে নদী পারাপারের জন্য নৌকা চালানো শুরু হয়।
আমতার বিধায়ক সুকান্ত পাল জানান বাঁশের সেতু ভেঙে যাওয়ায় দীপাঞ্চলের বাসিন্দাদের সুবিধার্থে নৌকার ব্যবস্থা করা হয়েছে। ঘাটগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিধায়ক জানান কুলিয়ায় ঢালাই সেতু নির্মানের কাজ শুরু হয়েছে। সেতুটি নির্মান হয়ে গেলে দীপাঞ্চলের বাসিন্দাদের দূর্ভোগ মিটে যাবে।