বাগনানে বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস পালন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবস। বছরের এই বিশেষ দিনে বাগনান আমতা দামোদরের নদী বাঁধে কয়েকটি বন্যপ্রান প্রকৃতিতে মুক্ত করে দিল পরিবেশকর্মীরা। এর পাশাপাশি বিভিন্ন দেশীয় ফলের বীজের চারা রোপন ও করল পরিবেশকর্মীরা। এদিন পরিবেশকর্মী চিত্রক প্রামানিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না সহ অন্যান্যরা নদীর পাড়ে আম জামের বীজ লাগানোর পাশাপাশি তালের আঁটি লাগালো। পাশাপাশি একটি টিয়া পাখি ও তিল কাছিম পরিবেশে ছেড়ে দি তারা।
এদিন চিত্রক প্রামনিক জানান গ্রীস্মকালে প্রচুর পরিমানে আম জামের বীজের পাশাপাশি তালের আঁটি সংগ্রহ করেছি। শুক্রবার সেগুলো নদী বাঁধে লাগিয়েছি। এছাড়াও উদ্ধার করা একটি টিয়া পাখি ও তিল কাছিম ও পরিবেশে ছেড়ে দিয়েছি। চিত্রক জানান টিয়া সহ সমস্ত দেশীয় পাখি বাড়িতে পোষা আইননত দন্ডনীয় অপরাছ। ভারতীয় বন্যপ্রান আইনে এই অপরাধে জেল ও জরিমানা হতে পারে।