উলুবেড়িয়ায় তৃণমূল ও সিপিএমের ধিক্কার মিছিল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- একদিকে মনিপুর কান্ডের বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল অন্যদিকে বহিরা গ্রাম পঞ্চায়েত নিয়ে আদালতের রায়ে শাসক দলের বিরুদ্ধে ধিক্কার জানাতে ধিক্কার মিছিল করল সিপিএম। শুক্রবার বিকেলে এই দুটি রাজনৈতিক দলের ধিক্কার মিছিলকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল হাওড়া জেলার রাজনীতি। এদিন মনিপুর কান্ডের প্রতিবাদে উলুবেড়িয়া শহরে ধিক্কার মিছিল করল তৃণমূল। উলুবেড়িয়া ষ্টেশন মোড় থেকে মিছিল শুরু হয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে শেষ হয়।
এদিনের এই ধিক্কার মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাসম ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি আকবর শেখ সহ অন্যান্যরা। অন্যদিকে বহিরা গ্রাম পঞ্চায়েত নিয়ে আদালদের রায়ে শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধিক্কার মিছিল করল সিপিএম। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন সিপিএমের হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাবির উদ্দিন মোল্লা।