জগৎবল্লভপুরে উত্তেজনা,ইট বৃষ্টি বোমাবাজি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জগৎবল্লভপুর- বাড়ির জানালা রাখাকে কেন্দ্র করে প্রোমোটারের লোকজন ও গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ার ইমামতলা। মঙ্গলবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে ইট বৃষ্টির পাশাপাশি বোমাবাজির পাশাপাশি গুলি চালানোর অভিযোগ ওঠে উভয়পক্ষের বিরদ্ধে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জগৎবল্লভপুর থানার পুলিশ প্রোমোটার সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে পোলগুস্তিয়ার ইমামতলায় এলাকার খেলার মাঠের পাশে একটি বিল্ডিং এর জানাল নির্মান করাকে নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের সঙ্গে প্রমোটার দিলীপ চোঙদারের বিবাদ চলছিল। করছে। স্থানীয় সূত্রে গ্রামবাসীরা মাঠের দিকে জানালা রাখতে বারণ করলেও প্রোমোটার মাঠের দিকে জানালা রেখেছিল। সূত্রের খবর মঙ্গলবার সকালে প্রোমোটারের মিস্ত্রিরা কাজ করতে আসলে গ্রামবাসীরা বাধা দেয়। এই নিয়ে প্রোমোটারের লোজনদের সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতি বেধে যায়। এরপরেই উভয়পক্ষ্যের মধ্যে ব্যাপক ইট বৃষ্টি শুরু হয়। বোমাবাজির পাশাপাশি গুলি চালানোর অভিযোগ ও ওঠে। বেশ কয়েকজন আহত হয়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ও নিয়ে আসা হয়। পরে পুলিশ প্রমোটারসহ ৬ জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
গ্রামবাসীদের অভিযোগ মঙ্গলবার প্রোমোটারের লোকজন ঝামেলা পাকিয়েছে। বোমাবাজি করেছে ও গুলি ছুড়েছে। অন্যদিকে প্রোমোটারে দাবি মঙ্গলবার সকালে মিস্ত্রীরা কাজ করতে আসলে দুস্কৃতীরা তাদের মারধর করে কাজ বন্ধ করে দেয়। তবে তিনি কোন লোকজন নিযে আসেননি। জগৎবল্রভপুর পঞ্চায়েত সমিতির বিদাযী সহসভাপতি শেখ এব্রাহিম (গোরা) প্রশাসনিকভাবে দুপক্ষকে নিয়ে বসে বিষয়টি মিটিয়ে দেওয়া হবে।