কেন্দ্রের স্বীকৃতি পেল বাউড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পুরসভার এলাকার নাগরিকদের চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দেশের উৎকর্ষতার মান স্পর্শ করল বাউড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের মূল্যায়নে সামগ্রিকভাবে উলুবেড়িয়া পুরসভার বাউড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৭৯.৮ শতাংশ নম্বর পেয়েছে। তবে শুধু উলুবেড়িয়া পুরসভা এলাকা নয় রাজ্যের আরো ও ১৮টি পুরসভা এলাকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই উৎকর্ষতার মান স্পর্শ করেছে।
জানা গেছে গত ২৩-২৪ জুন স্বাস্থ্য দপ্তরের একটি দল বাউড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন। তাদের বিচারে সামগ্রিকভাব উলুবড়িয়ার এই স্বাস্থ্য কেন্দ্র ৭৯.৮ শতাংশ নম্বরপেয়েছে। যার মধ্যে মেটারনিটি হেলথ বিভাগ, জেনারেল ক্লিনিক বিভাগ, নবজাতক ও শিশুদের চিকিৎসা ও টীকাকরনে , ল্যাবোরেটারি বিভাগএবং জেনারেল এড মিনিস্ট্রেশন বিভাগ আছে। এছাড়াও ড্রেসিংরুম, এমার্জেন্সি, ফ্যামিলি প্ল্যানিং, কমিউনিকেবল ডিডিজ এবং ফার্মেসি বিভাগে ও ভালো নম্বর পেয়েছে বাউড়িয়ার এই স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সাইফুল ইসলাম জানান আমরা মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার ফল এটা। অন্যদিকে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয়দাস ও ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান জানান পশ্চিমবঙ্গের পাশাপাশি উলুবেড়িয়াবাসী হিসাবে আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যে জনমুখী প্রকল্প করেছেন সেইসব প্রকল্প আজকের এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছে।