সোমবার হাওড়ার ৮টি বুথে পুননির্বাচন
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট দেওয়াকে কেন্দ্র করে হাওড়ার বেশ কয়েকটি বুথে উত্তেজনা ছড়িয়েছিল। দুপক্ষের মধ্যে ঝামেলার জেরে ব্যালট পেপার ছিড়ে ফেলে দেওয়ার পাশাপাশি ৮ টি ভোটগ্রহন কেন্দ্রের ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়ার আভিযোগ উঠেছিল। ঘটনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বুথগুলিতে ভোটগ্রহন বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এই ৮ টি ভোটগ্রহন কেন্দ্রেই সোমবার পুনরায় ভোটগ্রহন কেন্দ্রে পুননির্বাচন করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর সোমবার উলুবেড়িয়া ১ নং ব্লকের কালীনগর গ্রাম পঞ্চায়েতের আলিপুকুর দক্ষিন প্রাথমিক বিদ্যালয়ের ৮১ নং বুথে, হাটগাছা ১ নং গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৯৯ এবং ৯৯ ক বুথে, শ্যামপুর ১ নং ব্লকের বালিচাতুরি গ্রাম পঞ্চায়েতের আয়মা বালিচাতুরি প্রাথমিক বিদ্যালয়ের ৬১ নং বুথ, বাগনান ১ নং ব্লকের কল্যানপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ১৭৭ নং বুথ, আমতা ২ নং ব্লকের ঝামটিয়া গ্রামপঞ্চায়েতের কামারগোড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ ও ৮১ নং বুথ এবং জগৎবল্লভপুর ব্লকের জগৎবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের চকসাদাত প্রাথমিক বিদ্যালয়ের ৯১ নং বুথে সোমবার পুননির্বাচন হবে।