নেশার টাকা না পেয়ে বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- হাতে নেশার টাকা না পেয়ে রাগে বাবাকে ইঁট দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রাজাপুর থানার জগন্নাথপুরে। মৃত ব্যাক্তির নাম তপন মন্ডল (৫৮)। রাজাপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত যুবক কুমারেশ মন্ডলকে আটক করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ উলুবেড়িয়া মেডিকেল কলেজে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কুমারেশ সারাদিন নেশা করত। নেশার টাকা না পেলেই বাড়িতে অশান্তি করত। সেইরকম বুধবার রাতেও বাবা তপন মন্ডলের সঙ্গে কুমারেশের সঙ্গে ঝামেলা হয়। অভিযোগ এরপরেই রাতে রাগে কুমারেশ ইঁট দিয়ে বাবাকে মেরে খুন করে । পরে বৃহস্পতিবার ভোরে তপন বাবুকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। অন্যদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পরেই কুমারেশ এলাকা থেকে পালাতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে । পরে পুলিশে খবর দিলে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে। কুমারেশের বৌদি অঞ্জলী মন্ডল জানান কুমারেশ কাজে না গিয়ে সারাদিন নেশা করে ঘুরে বেড়ায়। হাতে নেশার টাকা না পেলেই ও অশান্তি করত। আমরা সবসময় আতঙ্কে থাকতাম। তিনি জানান বুধবার রাতে নেশার টাকা না পেয়ে কুমারেশ বাড়িতে বাবার সাথে অশান্তি করে। বৃহস্পতিবার বাবা ঘুম থেকে না ওঠায় আমরা ওনার ঘরে গেলে বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। অঞ্জলী মন্ডলের দাবি কুমারেশ স্বীকার করেছে নেশার ঘোরে ও বাবাকে খুন করেছে। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেন।