বাগনানে কেউটে ও চন্দ্রবোড়া সাপ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বর্ষাকালে সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। বিভিন্ন জায়গায় বিষধর সাপের দেখা মিলছে। সেইরকম মাছ ধরার মুগরিতে আটকে পড়া একটি বিষধর কেউটে সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিল পরিবেশকর্মীরা।
জানা গেছে মঙ্গলবার সকালে বাগনানের বেনাপুর হাজরা পাড়ায় খালে বসানো মুগরিতে একটি কেউটে সাপ আটকে পড়ে। স্থানীয় বাসিন্দা অরুন হাজরা পরিবেশকর্মী চিত্রক প্রামানিককে বিষয়টি জানান। এরপর চিত্রক প্রামানিক ও সুমন্ত দাস ঘটনাস্থলে পৌছে সাপটিকে উদ্ধার করে। পরে কেউটে সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেয়। অন্যদিকে বাগনান কলাপাড়ার কাছে একটি চন্দ্রবোড়া সাপের বাচ্চাকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হয়।