বানিবনে তাজা বোমা উদ্ধার

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিভিন্ন জায়গায় জোরকদমে দেওয়াল লিখনের পাশাপাশি প্রচার শুরু হয়েছে। আর এর মাঝে দুটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উলুবেড়িয়ার বানিবনে। জানা গেছে শুক্রবার দুপুরে উলুবেড়িয় উত্তর বিধানসভা কেন্দ্রের বানিবন গ্রাম পঞ্চায়েতের ২৩৩ বুথের ২৪ নম্বর আসন এলাকায় একটি বাড়ির পাশে দুটি বোমা পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে রাজাপুর থানার পুলিশ এসে বোমা দুটির উদ্ধার করে।

আর এই ঘটনাকে কেন্দ্র করেই নির্দল প্রার্থী ও তৃণমূল প্রার্থীর একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে শুরু করে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূলের যুব সভাপতি পিন্টু মণ্ডলের অভিযোগ দল যাদের টিকিট দেয়নি তারা নির্দল প্রার্থী হয়ে এলাকার মানুষকে ভয় দেখানোর জন্য তারা এই কাজ করেছে। মদিও ২৪ নম্বর আসলে নির্দল প্রার্থীর শেখ তসলিমার স্বামী পিয়ার আলীর দাবি দীর্ঘ ১০ বছর ধরে পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করলেও তৃণমূল আমার স্ত্রী কে টিকিট দেয়নি। এলাকার মানুষ আমার স্ত্রীকে নির্দল হিসেবে দাঁড় করিয়েছে‌। আমার মনে হয় সেই কারণে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূল এই চক্রান্ত করেছে। পুলিশ গটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *