উলুবেড়িয়ায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের আগে রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠল সিপিএম কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে উলুবেড়িয়া ২নং ব্লকের শ্রীরামপুরে। অভিযোগ সিপিএম কর্মীরা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমুল যুব সহসভাপতি খোকন মন্ডলের বাড়িতে হামলা চালায়। বোমাবাজির পাশাপাশি গাড়িতে ভাঙচুর চালায় বলেও আভিযোগ। পরে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সেখান থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছ। যদিও সিপিএম তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
তৃণমূল নেতা খোকন মন্ডলের অভিযোগ বুধবার গভীর রাতে এলাকার সিপিএম প্রার্থী নাসিরউদ্দিন খানের নেতৃত্বে সিপিএম কর্মীরা তার দলবল নিয়ে তার বাড়িতে হামলা চালায়। বাড়িতে বোমাবাজির পাশাপাশি গাড়ি বাইকে ভাঙচুর করে। পরে এলাকা থেকে পালিয়ে যায়। খোকন মন্ডলের অভিযোগ এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে। যদিও সিপিএম প্রার্থী নাসিরউদ্দিন খান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তিনি জানান তৃণমুল নেতা নিজেই এই কাজ করে তার নামে মিথ্যা অভিযোগ করছে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জনিয়েছেন।