জয়পুরে ঢালাই রাস্তার কাজের সূচনা করলেন বিধায়ক সুকান্ত পাল
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, জয়পুর- দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকা আমতা ২ নং ব্লকের বিনোলা কৃষ্ণ বাটি গ্রাম পঞ্চায়েতের রঞ্জয়বাড় থেকে জয়পুর গ্রাম পঞ্চায়েতের বেলতলা যাওয়ার নদী বাঁধের রাস্তাটি ঢালাই রাস্তা তৈরীর উদ্যোগ নিল সেচ দপ্তর। বৃহস্পতিবার ঢালাই রাস্তার কাজের সূচনা করেন আমতার বিধায়ক তথা আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল। সেচ দপ্তর সূত্রে খবর রঞ্জয়বাড় পোল থেকে জয়পুর বেলতলা পর্যন্ত ২.৪ কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তাটি ২.৯ মিটার চওড়া হবে। এদিন ঢালাই রাস্তা নির্মানের কাজের সূচনা করে বিধায়ক সুকান্ত পাল জানান দীর্ঘদিন ধরেই রাস্তাটি বেহাল অবস্থায় থাকায় বর্ষাকালে মানুষকে সমস্যায় পড়তে হত। রাস্তাটি নির্মান হয়ে গেলে ৩ কিলোমিটার ঘুরপথের রাস্তা কমবে বলে জানান সুকান্ত পাল।