বন্যপ্রান রক্ষা নিয়ে শ্যামপুরে সচেতনতা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বন্যপ্রান নিয়ে মানুষকে সচেতন করার মাঝেই গত সোমবার বিশ্ব পরিবেশ দিবসের দিনেই শ্যামপুরের ২ নং ব্লকের বানিয়া গ্রাম থেকে একসঙ্গে ৫ টি মৃত গোসাপ ও ৪ টি মৃত বেজি উদ্ধার করেছিল বন দপ্তর। একসঙ্গে এতগুলো বন্যপ্রানী মৃত্যুর ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। ক্ষুব্ধ হয়েছিল পরিবেশকর্মীরা। আর সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি এড়াতে বন্যপ্রান রক্ষা করতে পথে নামল বন বিভাগ এবং ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে বন বিভাগের আধিকারিক ও কর্মীদের সঙ্গে ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর গ্রুপের সদস্য শেখ জাকির হোসেন, অভিক মাইতি, শিবনাথ সামন্ত বানিয়া গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে বন্যপ্রান রক্ষা নিয়ে সাধারন মানুষকে সচেতন করার পাশাপশি তাদের মধ্যে লিফলেট বিতরন করেন। পরিবেশকর্মী জাকির হোসেন জানান বিশ্ব পরিবেশ দিবসের দিন একসঙ্গে এতগুলো প্রানীর মৃত্যু যথেষ্ট উদ্বেগজনক ঘটনা। আমরা আজ বন্যপ্রান রক্ষা নিয়ে সাধারন মানুষকে সচেতন করেছি।