পরিবেশ সচেতনতার বার্তা
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- গাছ লাগান, প্রান বাঁচান বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে এই নিয়ে মানুষকে সচেতন করতে পথে নামল শতাধিক পড়ুয়া। রবিবার বাগনান যুবক বৃন্দ, আহ্লাদি ড্রইং স্কুল এবং খড়দহ নবরঙ্গ নাট্য গোষ্ঠীর উদ্যোগে বাগনানের নুন্টিয়া মোড় থেকে বেনাপুর রূপনারায়ণ নদীর চড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সাইকেল যাত্রার মাধ্যমে এই সচেতনতা বার্তা প্রচার করে পড়ুয়ারা। এদিন গাছ লাগানোর পাশাপাশি প্লাস্টিক বর্জন ও বন্যপ্রান রক্ষার আবেদন ও জানায় পড়ুয়ার।
এদিনের এই সচেতনতা সাইকেল যাত্রায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলার বিভাগীয় বন আধিকারিক নিরঞ্জিতা মিত্র, রির্সাচ এ্যাসিস্ট্যান্ট সোহম মিত্র, বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক, পরিবেশ কর্মী প্রবীর ঘোষ সহ অন্যান্যরা। এদিন এই সাইকেল যাত্রায় পরিবেশ সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি পথ নাটিকা এবং লিফলেট বিতরন করা হয়।