নব জোয়ার কর্মসূচীতে বাগনানে অভিষেক বন্দোপাধ্যায়

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- শনিবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচীর সমস্ত কর্মসূচী বাতিল ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। এদিন বিকেলে বাগনানের খালোড় কালীবাড়িতে পুজো দিয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন অভিষেক বন্দোপাধ্যায়।

এদিন বিকেল ৩টে ২০ নাগাদ বাগনান লাইব্রেরী মোড়ে আসেন অভিষেক বন্দোপাধ্যায়। সেখানে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সম্বধর্না দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়,সাংসদ সাজদা আহমেদ, বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক সমীর পাঁজা ,বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক বিদেশ বসু, বিধায়ক প্রিয়া পাল, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা।

এদিন অভিষেক বন্দোপাধ্যায় বাগনান লাইব্রেরী মোড় থেকে পায়ে হেঁটে দুই কিলোমিটার পথ অতিক্রম করে খালোড় কালীবাড়িতে যান। সেখানে মন্দিরে তিনি পুজো দেন। তবে এদিন অভিষেকের এই পদযাত্রাকে বর্নাঢ্য করার জন্য ঢাক, আদিবাসী নৃত্য, ছৌ নৃত্যের আয়োজন করা হলেও অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে সবকিছু বাতিল করা হয়। এমনকি পদযাত্রার সময় তৃণমূল কর্মী সমর্থকদের স্লোগান দিতেও নিষেধ করা হয়। এদিন অভিষেক বন্দোপাধ্যায় জানান ট্রেন দুর্ঘটনার জন্য শনিবারের সমস্ত কর্মসূচী বাতিল করা হয়েছে। তবে যেহেতু বাগনানে অনেক আগে থেকেই মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন সেই কারণে আমি রাস্তায় হেঁটেছে। এমনকি শ্যামপুরে জনসভায় অনেক মানুষ উপস্থিত হওয়ায় আমি সেখানে যাব এবং ১ মিনিট নিরাবতা পালন করে পাঁচলায় চলে যাব।

এদিন অভিষেক বন্দোপাধ্যায় বলেন গত দুই দশকে আমরা এইরকম মর্মান্তিক দুর্ঘটনা দেখিনি। এখন এই নিয়ে রাজনীতি না করে আমাদের সকলের উচিত আহত মানুষদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং নিহত ব্যাক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো। এটা আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। তিনি বলেন রেল যাত্রাকে মানুষ নিরাপদ ভাবলেও এই যাত্রাই এতগুলো মানুষের প্রান কেড়ে নিল। এরা দায়িত্ব কে নেবে সেই নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক বন্দোপাধ্যায়। রেলের তরফে এন্টি কলিশন ডিভাইস নিয়ে প্রচার করা হলেও যদি সত্যি রেলে সেই কবচ থাকত তাহলে এই ঘটনা ঘটত না বলেও দাবি করেন অভিষেক বন্দোপাধ্যায়।

তিনি বলেন প্রধানমন্ত্রী উন্নত ভারতের কথা বলছেন। ১৫০০ কোটি টাকা খরচ করে নতুন পার্লামেন্ট বানিয়েছেন। অথচ মানুষের জীবনের কোন মূল্য নেই। এত টাকা খরচ করে পার্লামেন্ট না বানিয়ে যদি কয়েক কোটি বা লক্ষ টাকা খরচ করে এন্টি কলিশন ডিভাইস বসানো হত তাহলে এই ঘটনা ঘটতনা বলে দাবি করেন অভিষেক বন্দোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অভিষেক বন্দোপাধ্যায় বলেন বন্দে ভারতের কৃতিত্ব যদি তার হয় তাহলে এই মৃত্যুর দায় ও তাকে নিতে হবে বলে দাবি করেন অভিষেক বন্দোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *