উদয়নারায়নপুরে সোনাঝুরি হাট
নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়নপুর – ” সোনাঝুরি হাট উদয়নারায়নপুরে” – কি শুনতে অবাক লাগছে। না অবাক হওয়ার কিছু নেই। আপনিও চাইলে এই হাটে যেতে পারেন। গত ২৩ মে থেকে উদয়নারায়নপুরের পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের বেসিক স্কুল মাঠে বসেছে সোনাঝুরি হাট। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশন এবং পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই হাট চলবে আগামী ৩০ মে পর্যন্ত।
পাঁচারুল গ্রাম পঞ্চায়েত সূত্রে খবর রাজের বিভিন্ন জেলা থেকে হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পসমগ্রী নিয়ে এই সোনাঝুরি হাটে এসেছেন। উদয়নারায়নপুরের এই সোনাঝুরি হাটে ৭০ টি স্টল আছে। পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান দীনবন্ধু পাল জানান মূলত হস্তশিল্পীদের উৎসাহ দিতে এই মেলার আয়োজন। তিনি জানান প্রতিদিন বিকেল ৪ টে থেকে রাত ৯ টা পর্যন্ত চলা এই মেলায় প্রচুর মানুষ ভিড় জমাচ্ছে।